Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় বাংলাদেশীকে বেত্রাঘাত ও ৬ বছরের জেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৫৬ পিএম | আপডেট : ১২:১৫ এএম, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

অভিবাসন আইনের অধীনে মালয়েশিয়ায় এ বাংলাদেশীকে সাড়ে ৬ বছরেও বেশি (৮০ মাস) জেল ও দু’ঘা বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়েছে। একই সঙ্গে মো. মহিউদ্দিন মামুন (৪০) নামে ওই বাংলাদেশীকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে। পেকান নানাস ইমিগ্রেশন সেশনস কোর্টের বিচারক জাহিলাহ মো. ইউসুফ এই রায় দিয়েছেন।
মালয়েশিয়ার স্টার অনলাইন জানায়, ওই বাংলাদেশী তার বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে আনা ১৬ দফা অভিযোগ স্বীকার করে নেয়। এতে বলা হয়েছে, মহিউদ্দিন জালান ওং আহ ফুক এলাকায় দুটি স্থানে এ বছর ২৭ শে আগস্ট বিকাল ৪টায় ও ৫টায় অপরাধ সংঘটিত করেছে। তার কাছে অন্যায়ভাবে অন্য মানুষের পাসপোর্ট পাওয়া গেছে। এ জন্য তার বিরুদ্ধে ১৪ টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ভ্রমণ বিষয়ক কাগজপত্র জালিয়াতি করার জন্য অন্য দুটি অভিযোগ আনা হয়েছে। সূত্রঃ স্টার অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ