গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কোটা বাতিলের প্রজ্ঞাপনসহ তিনদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। অন্যদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগার থেকে বিক্ষোভ শুরু করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষোভটি কার্জন হল, মোকাররম ভবন, টিএসসি থেকে শাহবাগ হয়ে ফের ক্যাম্পাসে যান। এসময় তারা 'অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে দিয়ে দাও’; মিথ্যা মামলা প্রত্যাহর করো, করতে হবে করে নাও'; 'হামলাকারীদের বিচার করতে হবে করতে হবে'; 'বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই'; 'মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না'সহ নানা স্লোগান দেন।
এদিকে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশকে স্বাগত জানিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেন ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা। তারা কোটা পর্যালোচনা কমিটির সুপারিশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।