Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থতা নিয়ে রাজনীতি ইতিহাসে প্রথম

-অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, অসুস্থতা নিয়েও যে এত রাজনীতি হতে পারে, বাংলাদেশের ইতিহাসে তা এই প্রথম দেখা গেল। তিনি বলেন, পাচঁজন ডাক্তার বলেছেন তার অবস্থা আশঙ্কাজনক না। তারপরও সেই রিপোর্টকে গ্রাহ্য না করা, গ্রহণ না করে যারা বক্তব্য দিচ্ছেন, তারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন। খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি না করে আবারও পেছানো এবং পাঁচজন চিকিৎসকের প্রতিবেদন অস্বীকার করার পর এক প্রতিক্রিয়াই অ্যার্টনি জেনারেল তার নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের এ কথা বলেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রিটের আরও এক সপ্তাহ সময় নিয়েছে তার আইনজীবীরা। সঙ্গে সঙ্গে, চিকিৎসার জন্য গঠিত বোর্ড যে রিপোর্ট দিয়েছে, তা বানানো বলছে’ আপনার বক্তব্য কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার তার স্বাস্থ্যের ব্যাপারে সবসময়ই সচেতন, সবসময় তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কয়েকদিন আগে দেশের শীর্ষ কয়েকজন ডাক্তার তাকে দেখেছেন। এসব নিয়ে রাজনৈতিকভাবে বক্তব্য দেয়া অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক, এটা গ্রহণযোগ্য না। খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের বিষয়ে শুনানি নট টুডে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে মোট চার দিন মামলার বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ‘নট টুডে’ করেছেন বলে জানান আইনজীবীরা। তবে, আবেদনটির উপর আরও এক সপ্তাহ পরে শুনানি হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। রিট শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতেএ আদেশ দেন। গত ৯ সেপ্টেম্বর দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট দায়েরে করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনীতি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ