Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুচ্ছ ঘটনায় গুলিবিদ্ধ ১ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নওগাঁ শহরের চকবাড়িয়া মহল্লায় গতকাল সোমবার সকালে গাছের পাতা কাটাকে কেন্দ্র করে মামুনুর রশিদ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ দু’জন সন্ত্রাসীসহ গ্রেফতার করেছে।
নওগাঁর পুলিশ সুপার মো: ইকবাল হোসেন জানান, একটি গাছের পাতা কাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে গুলির ঘটনাটি ঘটে। এতে সেখানে উপস্থিত মামুনুর রশিদ (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ মামুনুর রশিদের স্ত্রী আসমানী ও প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানিয়েছেন, ওই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ওমর ফারুক জোরপূর্বক মনছুর আলীর পুত্র মজনু’র একটি গাছের পাতা কাটছিল। মজনুকে পাতা কাটতে বাধা দিলে ওমর ফারুক ও মজনুদের মধ্যে বাক বিতন্ডা ও এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। সেখানে উপস্থিত গ্রামবাসীরা ভীড় জমে যায়। হাতাহাতির এক পর্যায়ে ওমর ফারুক তার অবৈধ পিস্তল দিয়ে মজনুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে উপস্থিত মামুনুর রশিদের ঘাড়ে বিদ্ধ হয়। এতে মামুনুর রশিদ মারাত্মক ভাবে আহত হন। তাকে গ্রামবাসীরা সাথে সাথে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে পুলিশ অবৈধ পিস্তল ও ৩ রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও ম্যাগজিনসহ উক্ত ওমর ফারুককে শহরের মাষ্টারপাড়া এলাকার এদদাদের বাসা থেকে হাতেনাতে গ্রেফতার করেছে। এ ছাড়াও এর সাথে জড়িত জিজ্ঞাসাবাদের জন্য অনন্যা বিপনীর স্বত্তাধিকারী বাবু নামের আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে এবং মজনু বাদী হয়ে সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ