বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে এক কিশোর অপহরণের ঘটনায় ৪ জন গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- জাকারিয়া মাসুদ (২২), আরমান হোসেন শাকিল (২০), আব্দুল আলীম (১৯) ও অলিউল্লাহ মামুন ওরফে অলি (২৩)। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গত শুক্রবার রাতে জোবায়ের নামে এক কিশোরকে রেলস্টেশন এলাকা থেকে তুলে নিয়ে যায় ৪ যুবক। পরে তারা জোবায়েরের চাচাকে ফোন করে বিকাশে ৫০ হাজার টাকা পাঠাতে বলে। তা না হলে জোবায়েরকে খুন করে নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় শনিবার জোবায়েরের চাচা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে।
তারা জোবায়েরকে এনায়েত বাজার বাটালি রোড এলাকায় একটি বাসায় আটকে রেখে মারধর করে। পুলিশি অভিযান শুরু হলে তারা শনিবার রাতে জোবায়েরকে চোখ বেঁধে স্টেশন রোড এলাকায় এনে ছেড়ে দেয়। পরে পুলিশ এনায়েত বাজার, নিউ মার্কেট, টেরি বাজার ও বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ওই ৪ জনকে গ্রেফতার করে। অলির কাছ থেকে জোবায়েরের মোবাইল সিমও উদ্ধার করা হয়। এ অপহরণে আরও তিনজন জড়িত ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে জাকারিয়ার বিরুদ্ধে গত ডিসেম্বরে নোয়াখালী থেকে এক কিশোর অপহরণের অভিযোগ রয়েছে। ওই ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে ওই কিশোরকে উদ্ধারও করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।