Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের বিশেষ অভিযানে উপজেলা জামায়াতের আমীরসহ গ্রেফতার ১১

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দিনাজপুর নবাবগঞ্জে পুলিশের অভিযানে উপজেলা জামায়াতের আমীর আবুল কাশেমসহ ১১ জনকে ৩টি ককটেল ও জিহাদী বইসহ গ্রেফতার করেছে।
দিনাজপুর নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার শালবাগান নামকস্থানে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলাকালে ১১ জনকে ৩টি ককটেল ও বেশ কিছু জিহাদী বইসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সরকার বিরোধী নাশকতা কার্যক্রম সংঘটিত করার লক্ষ্যে ঘটনাস্থলে সমবেত হয়ে পরিকল্পনা করছিল। পুলিশ তাদের গ্রেফতার করায় তারা বড়ধরনের কোন নাশকতার ঘটনা সংঘটিত করতে পারেনি। গ্রেফতারকৃতরা হলেন- নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ আবুল কাশেম (৫৫), শিবির কর্মী নুরুন্নবী (৩০), জামায়াত নেতা মশফিকুর (৪০), আব্দুর রাজ্জাক (৪৮), রিপন চৌধুরী (৪০), সাজেদুর রহমান সাজু (৩৫), মনিরুল ইসলাম (৩২), কামরুজ্জামান (৪৮), শাহীন হোসেন (৩০), মাহবুবুর রহমান (৪৯) ও রেহানুল আলম (৩৪)। এই ঘটনায় গতকাল সোমবার দুপুরে নবাবগঞ্জ থানার এসআই ফজলার রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতার আইনের ১৫ (৩) এবং তৎসহ বিস্ফোরকদ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান গ্রেফতারকৃত ১১ জামায়াত-শিবির নেতাকর্মীদের গতকাল সোমবার বিকেলে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ