বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আহসান উল্লাহ ও নাঈম নামে দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহসান উল্লাহ গঙ্গানগড় এলাকার সমর আলীর ছেলে ও নাঈম মিয়া আড়াই হাজার থানার মুন্সিপুর পশ্চিমপাড়া এলাকার শহিদুল্লাহর ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, রূপগঞ্জে দেশীয় তৈরী পাইপগান ও মাদকসহ আহসান উল্লাহ ও নাঈম নামে দুই সন্ত্রাসীকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে বেঁধে রাখে। পরে রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ২০০ পিছ ইয়াবা ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।