Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবা ব্যবসায়ী ৪ বোনসহ গ্রেফতার ৬

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বগুড়া শহরের ৩টি অভিজাত এলাকার চারটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৪ বোনসহ ৬ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল রোববার এই গ্রেফতার অভিযান সম্পর্কে মিডিয়াকে জানানো হয়, বগুড়ার পার্শ্ববর্তী নওগাঁ জেলা সদরের আনন্দনগর এলাকার নাহিদ আলমের স্ত্রী লাবণী (২৮), পার নওগাঁ এলাকার আসাদুল কবির স্বপনের স্ত্রী মরিয়ম আক্তার নিপু (২৫), নিপুর সহদোরা শিমু (২৩), তার স্বামী বগুড়া সদরের ঠনঠনিয়া হাজিপাড়া লেনের মৃত জাহেদুর রহমানের ছেলে নাইমুল হাসান শান্ত (২৫), অপর সহদোরা নওগাঁ সদরের পার নওগাঁ এলাকার রুশোর স্ত্রী মনিকা (২০) এবং নওগাঁ সদরের আনন্দনগরের মৃত আবুল কাশেমের ছেলে লোকমান হোসেন (৪৫) একত্রে সিন্ডিকেট করে ইয়াবা ব্যবসা করে আসছিল। পুলিশের চোখ ফাঁকি দেয়ার কৌশল হিসেবে অভিজাত এলাকায় দামী ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়েছিল।
সোর্স মারফত এই তথ্য জানার পর বগুড়ার ডিবির একটি অভিযানিক টিম প্রথমে গত শনিবার সকালে বগুড়া শহরের মফিজ পাগলা মোড়ে বিকর্ণ টাওয়ার থেকে লাবণী ও লোকমান হোসেনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে এরপর ঠনঠনিয়া প্রথম লেনের মিশন হাসপাতাল সংলগ্ন অ্যাবকন দেওয়ান টাওয়ার থেকে মনিকা এবং শহরের সুত্রাপুরে কমফোর্ট হাউজিং এর একটি ফ্লাট থেকে মরিয়ম আক্তার নিপু, শিমু ও তার স্বামী নাইমুল হাসান শান্তকে গ্রেফতার করা হয়।
গতকাল রোববার ডিবি কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়, গ্রেফতার ৪ নারীই সহদোর বোন, তারা স্বামী ও সহযোগিদের নিয়ে ভিন্ন পরিচয়ে ফ্ল্যাটগুলোতে বসবাসের আড়ালে নিরাপদে ইয়াবা কেনাবেচা করে আসছিল। উচ্চবিত্ত শ্রেনীর ইয়াবাসেবী নারী পুরুষরা তাদের ফ্ল্যাটে গিয়ে ইয়াবা সেবন করতো বলে স্বীকার করেছে গ্রেফতার কৃতরা। বগুড়ার ইয়াবাসেবীদের কাছে ওই ৪ নারীর পরিচিতি কোড ছিল সিস্টার ইয়াবা সিন্ডিকেট হিসেবে।
এ প্রসঙ্গে ডিবির ওসি নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতার ওই চার নারী সম্পর্কে সহোদরা হলেও যাদের তারা স্বামী বলে পরিচয় দিয়েছে, আসলে তারা তাদের স্বামী কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই শেষে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইন মোতাবেক মামলা দায়ের করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ