মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টাইফুন ম্যাংখুত আঘাত হানার আশঙ্কায় চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে রোববার সকালে দুইটি বিমানবন্দরে চারশ’রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার সকল রিসোর্ট ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। খবর সিনহুয়ার।
চীনে চলতি বছরের শক্তিশালী টাইফুন ম্যাংখুত দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে রোববার বিকেলে বা সন্ধ্যায় আঘাত হানতে পারে। জাতীয় আবহাওয়া কেন্দ্র একথা জানিয়েছে।
হেইকো ও সানিয়া বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের আগাম খবর যাত্রীদের জানিয়ে দেয়া হয়েছে। ফলে বিমানবন্দরে কোনো যাত্রী আটকা পড়েনি।
এছাড়া হাইনানের প্রাদেশিক পর্যটন বিভাগ উপকূলীয় এলাকার সকল স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান রোববার ও সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।