Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে প্রযুক্তিনির্ভর প্রচারণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি তথ্য প্রযুক্তির ওপর নির্ভর করে নির্বাচনী প্রচারণা চালাবে বলে জানিয়েছে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, উন্নত বিশ্বের মতই নির্বাচনে জাতীয় পার্টি তথ্য-প্রযুক্তি নির্ভর প্রচারণায় অংশ নেবে। নির্বাচনী প্রচারণায় আমরা একটি আধুনিক ব্যবস্থাপনা সৃষ্টি করবো যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের প্রতিটি মানুষের কাছে অতি সহজেই এরশাদের আহবান পৌঁছে দিতে সক্ষম হবো। গতকাল রাজধানীর গুলশানের ইমানুয়েলস্ মিলনায়তনে দলীয় কর্মীদের জন্য তথ্য-প্রযুক্তি বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, বাংলাদেশের ইতিহাসে এরশাদের ৯ বছর স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হচ্ছে। তার শাসনামলে উন্নয়ন, নিরাপত্তা ও নিশ্চিয়তার যুগ ছিলো। সেই ঐতিহ্য তুলে ধরে আমরা নির্বাচনী প্রচারণায় একটি গুনগত পরিবর্তন আনবো। কর্মশালা পরিচালনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যানের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা শফিউল্লাহ আল মুনির। এসময় বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আজম খান, মোজর (অব.) মোঃ খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ