মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শখ করে ফাঁকা মাঠে অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে বিপুল গুপ্তধন। গল্পকথার মতো শোনালেও ঘটনাটি একেবারে সত্যি। ইংল্যান্ডের সমারসেটে সম্প্রতি 'ডিটেক্টিং ফর ভেটেরানস' নামের একটি গ্রুপের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালাতে যেয়ে ১৮০০ বছর আগের একটি রোমান আংটির খোঁজ পেলেন জেসন ম্যাশে নামের এক ব্যক্তি।
একটি ফাঁকা মাঠে মেটাল ডিটেক্টরের সাহায্যেই তিনি ওই ধনসম্পত্তির সন্ধান পেয়েছেন। আংটিটি ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি। আংটিটির ওপরে রোমান দেবী ভিক্টোরিয়ার ছবি খোদাই করা আছে। আংটিটি ২০০ থেকে ৩০০ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
ইতোমধ্যে ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে আংটিটি পাঠানো হয়েছে। এটির মূল্য কত হতে পারে তা মিউজিয়াম কর্তৃপক্ষ জানার চেষ্টা করছে। যে মূল্য পাওয়া যাবে আংটিটি থেকে তার ৫০ ভাগ টাকা জেসন এবং সমারসেটের সেই মালিক সমান ভাগে পাবেন।
জানা গেছে, গুপ্তধনটি থেকে রোমান আংটি ছাড়াও ৬০টি রোমান মুদ্রা পাওয়া গেছে। মুদ্রাগুলোর বেশিরভাগই ব্রোঞ্জ ও রুপার। সাউথ ওয়েস্ট হেরিটেজ ট্রাস্টের এক কর্মকর্তা এ বিষয়ে জানান, এর আগেও সমারসেটে বিভিন্ন ধরনের প্রাচীন আংটি পাওয়া গেছে। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।