Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মন্ত্রণালয়ের মাইক্রোতে ১৮০ কেজি গাঁজা!

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ২:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ১৮০ কেজি গাঁজাসহ জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
এ সময় গাঁজা পাচারের অভিযোগে মাইক্রোবাসটির চালকসহ তিনজনকে আটক করা হয়।
আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাইয়ূমপুর ইউপির কামালপুর থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. রিপন (২৪), কসবার কামালপুরের চুন্নু মিয়ার ছেলে জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরার আবুল হোসেনের ছেলে গিয়াস (২২)।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাইয়ূমপুর ইউপিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানকালে জ্বালানি মন্ত্রণালয় তিতাস গ্যাস প্রকল্পে নিয়োজিত স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৫-৯৮০২) কামালপুর হাজি মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়ক দিয়ে গ্রামের ভেতর থেকে বের হতে দেখে পুলিশ সদস্যরা।

এ সময় সেটি জব্দ করে তল্লাশিকালে উক্ত পরিমাণ গাঁজা পাওয়া যায়। পরে মাইক্রোবাসটির চালকসহ ওই তিনজনকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রণালয়ের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ