Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুনাথিলাকার বদলে আজ জয়াসুরিয়া

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৩ এএম

আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার এশিয়া কাপ মিশন। তার আগে আরেকটি বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। পিঠের চোটের জন্য ছিটকে গেলেন দানুশকা গুনাথিলাকা। তার জায়গায় ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া। এর আগে চোটের জন্য নিজেদের অন্যতম সেরা ব্যাটসম্যান দিনেশ চান্দিমালকে হারায় শ্রীলঙ্কা। তার জায়গায় দলে নেওয়া হয় নিরোশান ডিকভেলাকে।
বোর্ডের নিষেধাজ্ঞার কারণে গত জুলাই-অগাস্টে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারেননি অলরাউন্ডার গুনাথিলাকা। সীমিত ওভারের ক্রিকেটে তার ফেরার অপেক্ষা বাড়াল পিঠের চোট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেন জয়াসুরিয়া। সেখানে তেমন কিছু করতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পায়ের নিচে মাটি খুঁজে ফিরছেন ২৭ বছর বয়সী জয়াসুরিয়া। ৮ ওয়ানডে করেছেন ৬৯ রান, সর্বোচ্চ ৩১। সাত ইনিংসে বোলিং করে নিয়েছেন কেবল একটি উইকেট।
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুসল পেরেরা, কুসল মেন্ডিস, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকভেলা, শেহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা দনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোন্সো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চামিরা, লাসিথ মালিঙ্গা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ