Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরদোয়ানকে কাতারের আমিরের উপহার বোয়িং বিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৫৫ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িইপ এরদোয়ানকে একটি বোয়িং ৭৪৭-৮ বিমান উপহার দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। শুক্রবার কাতারের ডেইলি ইয়েনি সাফাক পত্রিকা জানায়, প্রায় ৩৬৭ মিলিয়ন ডলার মূল্যের উড়োজাহাজটি ফ্রান্স থেকে ইস্তাম্বুলের সাহিবা গকচেন বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে।

বিশেষভাবে সজ্জিত বিমানটিতে বিশাল পরিসরের স্টেটরুম (অভ্যর্থনা কক্ষ), লাউঞ্জ, বোর্ডরুম, প্রথম শ্রেণীর বসার জায়গা এবং নিজস্ব হাসপাতাল রয়েছে। এটাতে ৭৬ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্যসহ ৯৪ জন আরোহী পরিবহনের জন্য নকশা করা হয়েছে। এতে প্যানাসনিকের তৈরি শক্তিশালী এন্টারটেইনমেন্ট সিস্টেম, ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থাও আছে।

বোয়িং ৭৪৭-৮ বিমানটি আগে কাতার আমিরি ফ্লাইটের অংশ ছিল। ব্যক্তিগত এই ভিআইপি এয়ারলাইনের বিমানগুলো কেবল কাতারের রাজপরিবারের সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ