বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুদীর্ঘ ৪২ বছর শিক্ষকতা জীবনের পাশাপাশি সুন্নিয়াতের প্রসারে ভূমিকা রেখেছেন প্রবীণ শিক্ষক জালাল আহমদ। ছাত্রদের পাঠদান তথা শিক্ষকতার ক্ষেত্রে তিনি ছিলেন নিবেদতপ্রাণ। চট্টগ্রামের রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার প্রবীণ এ শিক্ষকের বিদায় অনুষ্ঠানে বক্তাগণ একথা বলেন। প্রিন্সিপাল মাওলানা রফিক আহমদ ওসমানির সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও আনজুমান ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী অধ্যাপক কাজী সামশুর রহমান। তিনি বলেন, শিক্ষক জালাল আহমদের বিদায়ে অত্র মাদরাসা ও সিলসিলার জন্য অপূরণীয় ক্ষতি হলো। বিদায়ী শিক্ষক মাওলানা জালাল আহমদ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে শিক্ষক শামসুল আলম হেলালী, ভাইস প্রিন্সিপাল মারেফতুন নূর, কাজী মুজিবুর রহমান, কামাল উদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।