Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদ-নদীর পানি বৃদ্ধি শত শত হেক্টর আমন ক্ষেত পানির নিচে

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ৯:১০ পিএম

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদ-নদীর অববাহিকায় ২৫টি ইউনিয়নের শতাধিক চরগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৫ হাজার পরিবারের ২৫ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রে ১৪, দুধকুমারে ২১ সে.মি. ও ধরলায় ৪ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে তিস্তায় পানি কমেছে ১৩ সেন্টিমিটার।
নদ-নদী তীরবর্তি এলাকার অন্তত দুই হাজার হেক্টর জমির আমন ক্ষেতসহ অন্যান্য ফসল নিমজ্জিত হয়েছে। সদর উপজেলার সারোডাব ও ভোগডাঙাসহ কয়েকটি এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এসব এলাকায় আরো ৩০টি পরিবার গৃহহীন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমন

১৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ আগস্ট, ২০২২
১৮ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ