Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭৫ বছর পর ভাই-বোনের দেখা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১২:০২ এএম

দেশভাগ আলাদা করে দিয়েছিল তাঁদের। ৭৫ বছর পর ফের দেখা হল সেই ভাইবোনের। স্বাভাবিকভাবেই আবেগে ভেসেছেন তারা। মাঝে গড়িয়ে গিয়েছে ৭৫টি বছর। তবুও একে অপরের দেখাই পাননি এই দুই ভাইবোন। এতদিনে মিটল সে আক্ষেপ। পরস্পরের দেখা পেলেন দুজনে। মান আমন সিং চিনা নামে চÐীগড়ের এক সাংবাদিকের সৌজন্যে সামনে এল আবেগে বিহŸল ভাইবোনের ছবিটি। যা দেখে আবেগে ভেসেছেন নেটিজেনেরাও। ‘৪৭ সালের দেশভাগ রাতারাতি ভাঙন ধরিয়েছিল একাধিক পরিবারে। প্রাণ বাঁচানোর তাগিদে নিজেদের ভিটেমাটি ছেড়ে অনেকেই ভেঙে যাওয়া দেশের কোনও এক প্রান্তে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেই যাত্রাপথেও ওঁৎ পেতে ছিল অজস্র বিপদ। সেসবের মাঝে অনেকেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যদের থেকে। কে যে কোথায় হারিয়ে গিয়েছেন, বাকিরা আর তার খোঁজও পাননি অনেক সময়েই। কাঁটাতারের বেড়া পেরিয়ে খোঁজখবর করাও সহজ হয়নি। ফলে সময় গড়িয়েছে, কিন্তু পরিবারের ভাঙন আর জোড়া লাগেনি। কিন্তু মাঝে মাঝে তো এমন কিছুও ঘটে, যা ঘটার কথা হয়তো ভাবতেই পারেননি কেউ। এবার তেমনই আকস্মিকের মুখোমুখি হল একটি পরিবার। স্বাধীনতার পরে এই প্রথম একই পরিবারের দুই দেশে থাকা দুজন মানুষ একে অপরের সামনে এসে দাঁড়ালেন। সম্পর্কে তারা ভাইবোন। বর্তমানে ভাই বাস করেন ভারতে। তিনি ধর্মে শিখ। এদিকে বোন ইসলাম ধর্মাবলম্বী। তিনি পাকিস্তানের বাসিন্দা। কর্তারপুর করিডরের সৌজন্যে ৭৫ বছর পর একে অপরের দেখা পেলেন তারা। সংবাদ প্রতিদিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমন সিং চিনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ