Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমতলীতে আমন বীজের তীব্র সঙ্কট

গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

বরগুনার আমতলীতে আমন ধানের বীজের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এ সুযোগে কতিপয় অসাধু ব্যবসায়ী বীজ সঙ্কটের অযুহাত দেখিয়ে গোপনে চড়া দামে বীজ বিক্রি করছে বলে ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিরামহীন ভারী বর্ষণে উপজেলার ৩১৮ হেক্টর আমন ধানের বীজতলা পঁচে নষ্ট হয়ে গেছে। পুনঃরায় ভুক্তভোগী কৃষকরা বীজতলা তৈরির উদ্যোগ নেয়। এ বীজতলা তৈরি করতে ১৯৫ মেট্রিক টন আমন ধানের বীজের প্রয়োজন হলেও এই মুহূর্তে কৃষকদের কাছে বীজ ধান না থাকায় তারা বিএডিসি, উপজেলা কৃষি অফিস ও বীজের দোকানে হন্যে হয়ে বীজ খুঁজছেন। কিন্তু বীজের সঙ্কট থাকায় কোথাও তারা বীজ পাচ্ছেন না।
এদিকে বীজের চাহিদাকে পুঁজি করে আমতলীর বেশ কয়েকজন অসাধু বীজ ব্যবসায়ী অবৈধপথে বিএডিসির ৮০০ কেজি ধান এনে গোপনে চড়া দামে বিক্রি করছেন বলে একাধিক কৃষক অভিযোগ করছেন। উপজেলার বেশ কয়েকজন ব্যবসায়ী ৩৬০ মূল্যের ১০ কেজি ধানের প্যাকেট ভুক্তভোগী কৃষকদের কাছে ৮০০ টাকায় বিক্রি করছেন।
গতকাল সকালে আমতলী সরকারি কলেজের সামনে গাজী বীজ ভান্ডারের মালিক রত্তন গাজী বিএডিসির ৩৬০ টাকার ১০ কেজি বীজ ধানের প্যাকেট ৮০০ টাকায় বিক্রি করছেন বলে জানা গেছে। এছাড়া বাঁধঘাট চৌরাস্তায় তালুকদার টেডার্স, মামুন স্টোর, হাওলাদার টেডার্স, আরিফ স্টোর ও ইউনুস হাওলাদারের দোকান ঘুরে আমন ধানের বীজ ধান না পেয়ে অনেক কৃষক খালি হাতে বাড়ি ফিরে গেছেন।
শাহআলম, সোহরাফ মীর, কালু মুন্সী, মেজবাউদ্দিন মোল্লা, জুয়েল মৃধাসহ বীজ কিনতে আসা একাধিক কৃষক অভিযোগ করেন, কলেজের সামনে রত্তন গাজীর দোকান থেকে তারা ১০ কেজির বিএডিসির বিআর-২৩ ধানের বীজের প্যাকেট ৮০০ টাকা দরে ক্রয় করেছেন। এছাড়া অন্যান্য ব্যববসায়ীরাও গোপনে একই দামে তা বিক্রি করছেন বলে কৃষকরা জানায়।
গাজী বীজ ভান্ডারের মালিক রত্তন গাজী বেশী দামে বীজ বিক্রির কথা স্বীকার করে বলেন, ৩৬০ টাকার ১০ কেজি বীজ ধানের প্যাকেট তিনি ৮০০ টাকায় বিক্রি করছেন। কারণ বীজ ধানের সঙ্কটের কারণে আমাদের এখন বেশী দামে আমনের বীজ কিনতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম মুঠোফোনে বলেন, বিরামহীন ভারী বর্ষণে উপজেলার ৩১৮ হেক্টর আমনের বীজতলা পঁচে নষ্ট হয়ে গেছে। এতে বীজ ধানের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। বেশী দামে বীজ বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমন বীজের তীব্র সঙ্কট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ