Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম সফরে সউদী আরব যাচ্ছেন ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ২:৫৮ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে সউদী আরব যাচ্ছেন ইমরান খান। মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। খবর সউদী গেজেট।
তিনি বলেন, খুব শিগগিরই সউদী আরব সফরে যাবেন ইমরান খান। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সফরের প্রস্তুতির কাজ চলছে।
এ সফরে মক্কার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান, প্রতিরক্ষামন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ইমরান। এছাড়াও সফরে ওমরাহ হজ পালন করার কথা রয়েছে পাক প্রধানমন্ত্রীর।
মঙ্গলবার জেদ্দায় মন্ত্রিপরিষদের সদস্যরা সউদী আরব এবং পাকিস্তানের বিশেষ সম্পর্কের প্রশংসা করেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং উন্নয়নে দু'দেশের আগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তারা। এছাড়া সউদী মন্ত্রিপরিষদ পাকিস্তানের নবনিযুক্ত প্রেসিডেন্ট আরিফ আলভিকে অভিনন্দন জানায়।



 

Show all comments
  • mohammad abu yousuf ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১২ পিএম says : 0
    আমার জানা মতে ইমরান খান পার্শবর্তী দেশ সমূহের সাথে ভাল হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ