Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাবা-মার মোবাইল আসক্তিতে জার্মানিতে শিশুদের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জার্মানির হামবুর্গের একদল শিশু শনিবার বিক্ষোভে অংশ নিয়ে মা-বাবার মোবাইল ফোন আসক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। অভিনব এই বিক্ষোভের আয়োজকও একজন শিশু। ওই বিক্ষোভের আয়োজন করে সাত বছর বয়সী এমিল। মজার বিষয় হচ্ছে, এমিলের বাবা-মা এই বিক্ষোভের জন্য পুলিশের অনুমতির ব্যবস্থা করে দিয়েছে। শিশু ও তাদের বাবা-মা মিলে প্রায় ১৫০ জন ওই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভের জন্য শিশুরা নিজেরাই পোস্টার বানিয়ে এনেছিল। বিক্ষোভ সমাবেশে এমিল বলেন, আমি আশা করছি, আজকের এই বিক্ষোভের পর মানুষজন তাদের মোবাইল ফোনে কম সময় ব্যয় করবেন। এমিল আরও বলেন, সব বাবা-মার উদ্দেশে এই বার্তা দিতে চাই- ‘আমার সঙ্গে খেলো, তোমার স্মার্টফোনের সঙ্গে নয়’। গবেষণায় দেখা গেছে- বাবা-মার মোবাইল ফোন আসক্তি শিশুদের মধ্যে আচরণগত সমস্যা তৈরি করতে পারে। তারা ঘ্যানঘ্যানে বা প্যানপ্যানে শিশু হয়ে উঠতে পারে। এমনকি হাইপার অ্যাক্টিভ বা হতাশাগ্রস্ত হতে পারে। ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ