মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সঙ্কটের মুখে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কনজারভেটিভ পার্টি। চেকার্সের পরিকল্পনায় অবিচল থাকলে প্রধানমন্ত্রী তার নিজের দলেই বিরোধিতার মুখে পড়তে পারেন। এমনকি এই ইস্যুতে কনজারভেটিভ পার্টির মধ্যে ভাঙন ধরারও আশঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই ব্রিটেনে চেকার্সের ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সমালোচনা চলছে। তবে এসব উপেক্ষা করে নিজের পরিকল্পনা এগিয়ে নিতে অবিচল প্রধানমন্ত্রী থেরেসা মে’। দ্রুতই তার পরিকল্পনা পার্লামেন্টে তোলার কথা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে তীব্র প্রতিবন্ধকতার মুখে পড়তে পারে চেকার্সের ব্রেক্সিট পরিকল্পনা। এমনকি কনজারভেটিভ পার্টির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য মে’র ব্রেক্সিট পরিকল্পনার বিরোধিতা করতে পারেন। দেশটির ব্রেক্সিট বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী স্টিভ বেকার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির ৮০ বা তারও বেশি সদস্য চেকার্সের ব্রেক্সিট প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি ব্রেক্সিট নিয়ে কনজারভেটিভ পার্টির মধ্যে ভয়াবহ ভাঙন দেখা দিতে পারে। একদিন আগে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন চেকার্সের ব্রেক্সিট পরিকল্পনাকে ‘সুইসাইড ভেস্ট’ আখ্যা দেন। এবার স্টিভ বেকার চেকার্সের ব্রেক্সিট প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য দিলেন। সম্প্রতি তিনি ব্রেক্সিট পরিকল্পনার বিরোধিতা করে পদত্যাগ করেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।