Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, নিন্দা

যুক্তরাষ্ট্রে পিএলওর কার্যালয় বন্ধ করে দেবে ট্রাম্প প্রশাসন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) একটি কূটনৈতিক দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ফিলিস্তিনি সরকার ইসরাইলের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন একটি সমঝোতা আলোচনায় অংশগ্রহণে অস্বীকৃতি জানানোর পর এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক ফিলিস্তিনি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘বিপজ্জনক ধরনের উত্তেজনা বৃদ্ধি’ বলে নিন্দা জানিয়ে এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন নীতির কাছে আমরা কখনো মাথা নত করব না। ফিলিস্তিনি নেতারা আইসিসিতে ইসরাইলি কর্মকর্তাদের বিচার দাবি করে এরই মধ্যে চুক্তি ভঙ্গ করেছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে পিএলওর কার্যালয় বন্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত ইসরাইলের যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোয় মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধকে আড়াল করছে বলে রামাল্লায় সাংবাদিকদের জানান ওয়াশিংটনে পিএলও মিশনের প্রধান হুসাম জুমলুত। এক বিবৃতিতে পিএলওর মহাসচিব সায়েব এরাকাত বলেন, এক মার্কিন কর্মকর্তার মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি মিশন বন্ধের সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছি। এটি মূলত সামগ্রিকভাবে ফিলিস্তিনি জনগণকে শাস্তি দেয়ার জন্য ট্রাম্প প্রশাসনের আরেকটি নীতি। এর আগে যুক্তরাষ্ট্র আমাদের দুর্ভোগ বাড়াতে স্বাস্থ্য ও শিক্ষাসহ মানবিক সেবার আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি পরিকল্পনা হাজির করেছেন। এ পরিকল্পনাকে ‘চূড়ান্ত চুক্তি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। মূলত ফিলিস্তিনি নেতৃত্বকে এ পরিকল্পনায় অংশগ্রহণের জন্য চাপ দিতে কূটনৈতিক মিশন বন্ধের মতো পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বক্তব্যের একটি খসড়া অনুসারে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকেও (আইসিসি) হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের আবেদন অনুযায়ী যদি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত অব্যাহত রাখা হয়, তবে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে হুমকি দেয়া হয়েছে। আল-জাজিরা, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ