মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া এক চিঠিতে আরেকটি বৈঠকের জন্য অনুরোধ করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। চিঠিটি পাওয়ার পর হোয়াইট হাউসও নতুন সময়সূচি নির্ধারণে কাজ শুরু করেছে। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের কাছে এই দাবি করেন। সারাহ স্যান্ডার্স বলেন, ‘চিঠিটি খুবই উষ্ণ ও খুবই ইতিবাচক।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে প্রেসিডেন্টের সঙ্গে আরেকটি বৈঠকের অনুরোধ ও সময় নির্ধারণের উদ্দেশ্যেই চিঠিটি দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে বিষয়টি দেখছি ও সমন্বয় করার প্রক্রিয়া শুরু করেছি।’ স্যান্ডার্স সাংবাদিকদের আরো বলেন, চিঠিতে কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি বলেন, পিয়ংইয়ংয়ে রবিবারের সামরিক মহড়া ‘ভাল বিশ্বাসের একটি লক্ষণ’ ছিল। কারণ এই মহড়ায় কোনও দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। প্রসঙ্গত, গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক এক বৈঠকের পর দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। বৈঠকে উভয় নেতাই পারমাণবিক নিরস্ত্রীকরেণ কাজ করতে প্রতিশ্রুতি দেন। সর্বশেষ পরমাণু নিরস্ত্রীকরণের একটি সময়সীমার কথাও জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উন বুধবার দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে বলেন, মার্কিন প্রেসিডেন্টের ওপর তার আস্থা অটুট রয়েছে। তাই ২০২১ সালের গোড়ার দিকে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই নিরস্ত্রীকরণ করতে চায় উত্তর কোরিয়া। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।