বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে লক্ষীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। গতকাল সোমবার সকালে লক্ষীপুর শহরের গোহাটা রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালিত হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের নেতা কর্মীদের দিকে ইঙ্গিত করে বলেছেন, নতুন কোন ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।
নিরপেক্ষ ও নিদর্লীয় সরকার গঠন, খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের যে আন্দোলন কিছু দিন পর শুরু হবে; তখন কেন্দ্রের নির্দেশনা পাওয়ার সাথে সাথেই নেতা কমীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এ্যানী। এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া, বিএনপি নেতা সিরাজুল ইসলাম খাঁন,নিজাম উদ্দিন ভূইয়া, মাইন উদ্দিন চৌধুৃরী রিয়াজ, আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাধারন সম্পাদক রশিদুল হাসান লিংকন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোহসিন কবির মুরাদ সাধারন সম্পাদক মো. হারুনুর রশিদ,সহ- সভাপতি মিজানুর রহমান পলাশ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।