বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিকে মারধর করেছে বিশ^বিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে মারধরের এ ঘটনা ঘটে। মারধরের শিকার মিনহাজ তুহিন চবি সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও আলোকিত বাংলাদেশ পত্রিকায় চবি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, শহরগামী দুপুর দেড়টার ট্রেনে সিট ধরাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে হেনস্থা (র্যাগ) করে শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির কার্যকারী সদস্য মাহমুদুল হাসান রূপক। কেন হেনস্থা করছেন? এমন প্রশ্ন করায় রূপক এবং তার অনুসারীরা তুহিনকে মারধর করে। পরে চবি মেডিক্যাল থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মারধরের বিষয়ে রূপক অস্বীকার করে বলেন, জুনিয়ররা একটু ঝামেলা করে। আমি তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
মারধরের শিকার তুহিন বলেন, ওই শিক্ষার্থীকে হেনস্থা করার কারণ জানতে চাইলে রূপক এবং তার সঙ্গে থাকা জুনিয়ররা আমাকে মারধর করে। জানতে চাইলে চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, অভিযোগ পত্র পেয়েছি। অপরাধের সথে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে অতিদ্রুত প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।