বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার থেকে নিখোঁজ ৫ শিক্ষার্থীর ৪ জনের সন্ধান মিলেছে রাঙ্গামটিতে। এরা সবাই কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র।
নিখোঁজ ৪ ছাত্রকে পার্বত্য জেলা রাঙ্গামাটির একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে স্থানীয় রিজার্ভ বাজারের রাজু হোটেল থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
রাঙ্গামাটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহজালাল ৪ ছাত্রকে হোটেলের ৪০২ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে। তারা সম্পূর্ণ সুস্থ আছে।
উদ্ধার হওয়া ছাত্র এইচ এ গালিব উদ্দিনের পিতা এডভোকেট আব্দুল আমিন উদ্ধারের বিষয়টি ফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে রহস্য উদঘাটনের ব্যবস্থা হচ্ছে বলে জানান তিনি।
উদ্ধার হওয়া ৪ ছাত্র হলো-সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও উত্তর রুমালিয়ারছড়া এলাকার উপাধ্যক্ষ মাওলানা জহির আহমদের পুত্র সাইয়েদ নকীব।
অষ্টম শ্রেণীর ছাত্র ও বাজারঘাটা এলাকার এডভোকেট আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন।
অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ও বাসটার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব ও তার খালাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন
নূর ইসলাম।
তবে, তারা সেখানে কখন গিয়েছে, কেন গিয়েছে, কারা নিয়েছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
রবিবার (৯ সেপ্টেম্বর) স্কুল থেকে আর বাড়ি ফেরিনি তারা।
একই সময় নিখোঁজ হওয়া কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চবিদ্যালয়ের আরেক ছাত্রের এখনো সন্ধান মেলেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।