এতে বলা হয়, সোমবার এই বিক্ষোভ চলাকালে কয়েকটি রাজ্যে ট্রেন চলাচলও বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। ওড়িশার সম্বলপুরে একটি ট্রেন আটকে দিয়েছে কংগ্রেসের নেতাকর্মীরা। পাটনার রাজেন্দ্র নগর টার্মিনালে রেল স্টেশনে রেল লাইন অবরোধ করে রেখেছে জন অধিকার পার্টি লোকতান্ত্রিক দলের নেতাকর্মরিা। তারা বিহারেও ব্যাপক ভাংচুর করেছে। মুম্বইয়ের আধেরি রেল স্টেশনে কংগ্রেস নেতাকর্মরিা ‘রেল রেখো’ কর্মসূচি পালন করে। ইস্ট কোস্ট রেলওয়ে জোন বাধ্য হয়ে ১২টি ট্রেন চলাচল বাতিল করেছে। এর মধ্যে রয়েছে ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস, ভুবনেশ্বর-বিশাখাপট্টম ইন্টার সিটি এক্সপ্রেস। দেশের বিভিন্ন অংশে বাস চলাচলও বিঘ্নিত হচ্ছে। কর্নাটকের কালাবুরাগিতে নর্থ ইস্টার্ন কর্নাটকা রোড ট্রান্সপোর্ট করপোরেশন বাস চলাচল বন্ধ রেখেছে। কারণ, তেলেঙ্গানায় কংগ্রেস নেতাকর্মীরা বিক্ষোভ করছে। বিহারে লোকতান্ত্রিক জনতা দলের নেতাকর্মীদের দেখা যায় একটি মোটর সাইকেল কাঁধে করে নিয়ে যাচ্ছে। মুম্বএিয় এমএনএস দলের নেতাকর্মীরা জোর করে দোকানপাট বন্ধ করিয়ে দেয়। জয়পুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ আগে থেকেই সতর্কতামুলক পদক্ষেপ নিয়েছে।