Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে পিকআপের চাপায় স্কুল ছাত্র নিহত

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৩ পিএম
লক্ষ্মীপুরে পিকআপের চাপায় ১ম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম মো. ইব্রাহিম হোসেন (৭)। সে স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেনীর ছাত্র ও শাকচর এলাকার মো. দুলাল হোসেনের ছেলে। আজ সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের হাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মায়ের সাথে স্কুলের দিকে যাচ্ছিল ইব্রাহিম হোসেন। হাজিরবাজার এলাকায় পৌঁছলে মায়ের হাত থেকে দৌড়ে রাস্তা-পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ইব্রাহিম হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্মীপুরে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ