Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রহীন প্যারেড

৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সামরিক প্রদর্শনী উ.কোরিয়ার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সামরিক প্যারেড করেছে উত্তর কোরিয়া। ওই প্যারেডে কোনও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দেখা যায়নি বলে জানিয়েছেন সেখানে উপস্থিত থাকা বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা। ওই প্রদর্শনীতে উত্তর কোরীয় নেতা কিম জং উন কোনও বক্তব্য রেখেছেন কি না তা এখনও নিশ্চিত নয়। উত্তর কোরিয়ার অস্ত্র সক্ষমতা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ বিষয়ে জানতে ওই প্যারেডের প্রদর্শনীতে সামরিক সরঞ্জাম নিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। কোনও কোনও বিশ্লেষক বলছেন, সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠকের পর এই প্রদর্শনীতে স্বর নিচু রেখেছে উত্তর কোরিয়া। এই প্যারেডে উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হলে তা উত্তেজনাকর বলে বিবেচনা করা বিবেচিত হতো। এই প্রদর্শনীর কোনও ভিডিও ফুটেজ এখনও প্রকাশ করেনি উত্তর কোরিয়া। তবে প্রদর্শনীতে উপস্থিত থাকা এএফপির এক সংবাদদাতা, উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন থেকে ছবি ধারণ করা এনকে নিউজ তাদের খবরে জানিয়েছেন কোনও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দেখা যায়নি। প্রসঙ্গত, কোরীয় উপত্যকায় পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে গত জুনে চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে ওই চুক্তিতে নিরস্ত্রীকরণের কোনও সময় সীমা উল্লেখ করা হয়নি। কিভাব এই উদ্যোগ বাস্তবায়িত হবে তাও নির্দিষ্ট করা হয়নি ওই চুক্তিতে। দুই নেতার বৈঠকের পর নিয়মিত দুই দেশের মধ্যে সফর ও পাল্টা সফর হতে থাকলেও সর্বশেষ মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উত্তর কোরিয়া সফর বাতিল করেছেন ট্রাম্প। এর জের ধরেই দুই পক্ষই নিরস্ত্রীকরণের অগ্রগতি ব্যাহত করার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। সামরিক প্রদর্শনীর পাশাপাশি গত ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো বড়ো একটি ক্রীড়া আসর আয়োজনও করছে উত্তর কোরিয়া। এই বছরের আসরে সমন্বিত এক প্রদর্শনীতে উত্তর কোরিয়ার ইতিহাস, ঐতিহ্য নিয়ে একিট প্রতিকী মহড়া প্রদর্শন করার কথা রয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে দ্য গেøারিয়াস কান্ট্রি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ