বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডঃ কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্দ্যাগে ২২ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহারাউদ্দ্যানে সমাবেশকে সফল করার লক্ষ্যে গতকাল ঐক্য প্রক্রিয়ার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেগুন বাগিচাস্থ শিশু কল্যাণের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন।
সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গনদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, মোঃ হাবিবুর রহমান, নুরুল কাদের চৌধুরী, নুরুল হুদা মিলু চৌধুরীসহ বিভিন্ন দলের চেয়ারম্যান, মহাসচিব প্রমুখ। সভায় ২২টি রাজনৈতিক দলের নেতারা অংশ গ্রহণ করেন।
সভায় ২২ সেপ্টেম্বর সমাবেশকে সফল করে তুলে একটি নিরেপেক্ষ জাতীয় নিবার্চন, কার্যকর গনতন্ত্র,সুশাসন প্রতিষ্ঠা ও কল্যাণকর রাষ্ট্র গঠন করার দাবীতে জাতীকে ঐক্যবদ্ধ করার আহবান জানান। সভায় সভায় বলা হয় এই ঐক্য প্রক্রিয়া শুধু ২২ সেপ্টেম্বরে সমাবেশকে কেন্দ্র করে নাকি আসন্ন নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে। সভায় বলা হয় ২২ তারিখের সমাবেশ থেকে ঘোষণা দেয়া হবে। সে ঘোষণায় নির্বাচনকালীণ নিরপেক্ষ সরকারের রুপরেখা তুলে ধরা হবে। ঐক্যপ্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন জানান, ড. কামাল হোসেন যে পরিচ্ছন্ন রাজনীতির ডাক দিয়েছেন তা অব্যাহত থাকবে। গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, ড.কামাল হোসেন যে ডাক দিয়েছেন তা সময়োপযোগী। আমরা যদি সকলে কিছু কিছু স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে দেশ জাতি উপকৃত হবে। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।