Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়রায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১:০৬ এএম

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডবিøউপিজিসিএল) ও জার্মানির সিমেন্স এজি পায়রায় ৩ হাজার ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের যৌথ উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে চুক্তিতে এনডবিøউপিজিসিএল-এর পক্ষে কোম্পানির সচিব দীপক কুমার ঢালি ও সিমেন্সের পক্ষে সিমেন্সের প্রেসিডেন্ট (গ্যাস এন্ড পাওয়ার) রিচার্ড ক্লেটন রেজিগ স্বাক্ষর করেন। এ উন্নয়ন চুক্তির আওতায় পূর্ণাঙ্গ সমীক্ষা, প্রকল্প প্রস্তাবনা চূড়ান্ত, বিদ্যুৎ ক্রয় চুক্তি, ঠিকাদার নিয়োগ ও পরিচালনা এবং রক্ষাণাবেক্ষণ কার্য সম্পাদন করা হবে। এছাড়া ঋণ সংগ্রহের কাজও করা হবে। অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের জন্য আলোক উৎসব হচ্ছে। ভিশন ২০৪১ বাস্তবায়নে বিদ্যুৎ অভূতপূর্ব অবদান রাখবে। দ্রুততার সাথে মেগাপ্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে এনডবিøউপিজিসিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম খোরশেদুল আলম, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাইকেল সুলথাইস ও সিমেন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রবাল বোস বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ

১৯ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ