Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাসের হার বাড়িয়ে শিক্ষার মান ধ্বংস করেছে সরকার -ড. মোশাররফ

দাউদকান্দি (কুমিল্লা) থেকে সেলিম আহমেদ | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সরকারের ইশারায় পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়ানো-কমানো হচ্ছে, যা নজিরবিহীন। অতীতে দেশে এ নজির ছিল না। শিক্ষা জাতির মেরুদন্ড। মেরুদন্ডহীন মানুষ যেমন বাঁচতে পারে না তেমনি শিক্ষা ছাড়া একটি দেশ ও জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই সরকার দেশ ও জাতিকে মেরুদন্ডহীন করার জন্য বিগত বছরগুলোতে সরকার পাসের হার বাড়িয়ে শিক্ষার গুণগতমান ধ্বংস করেছে। তিনি বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতা এবং দুঃশাসনে দেশ আজ সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদেশি বিনিয়োগ বন্ধ। শিক্ষিত বেকার বাড়ছে। তিনি গতকাল দাউদকান্দির ড. খন্দকার মোশররফ হোসেন কলেজের নবিনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ রেজউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন কলেজের গভর্নিং বডির সভাপতি ড. নুরুল আমিন, সদস্য নুর মোহাম্মদ সেলিম, আইরিন সরকার, প্রভাষক মনির হোসেন, কাজী মহিউদ্দিন, শাহিনুর রহমান, মহিলা দলের নেত্রী ফরিদা ইয়াসমিন। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. মোশাররফ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ