বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর পল্টনে মালবাহী লরির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের ৭ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- শামসুল হক, আলামিন, স্বজল, কামাল, রফিক, পরি বানু ও ইসমাইল। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সোয়া ৬টার দিকে পল্টনের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েদাবাদ থেকে গাবতলীগামী ৮ নম্বর পরিবহনের একটি বাস সায়েদাবাদ থেকে গাবতলীর দিকে যাচ্ছিলো। বাসটি পল্টনের জিরো পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ৭ যাত্রী আহত হন। তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।