Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সহজেই আতঙ্কিত হন শ্রদ্ধা কাপুর

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম


সদ্য মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ চলচ্চিত্রে শ্রদ্ধাকে দেখে অনেকে আতঙ্কিত হবেন আবার অনেকেই হবেন না, তবে শ্রদ্ধা নিজে খুব সহজেই আতঙ্কিত হয়ে পড়েন। ‘স্ত্রী’ কাহিনী ভারতের ‘নালে বা’ কিংবদন্তী নিয়ে যাতে এক ডাইনি (স্ত্রী) রাতে দরজায় কড়া নাড়ে গৃহকর্তা দরজা খুললেই তার মৃত্যু হয়, দরজায় নালে বা কথাটি লিখে রাখলে সেই ডাইনি ফিরে যায় যার অর্থ হল ‘কাল এসো’। শ্রদ্ধা (৩১) জানিয়েছেন এই কাহিনীর রহস্য তার ভাল লেগেছে। “মানুষ জানে না আমি স্ত্রী কিনা। আমার চরিত্রে ঘিরে রহস্য আছে। হরর ফিল্মের সাফল্যই হল কোন ভাবে দর্শকদের আতঙ্কিত করা যায়। বাস্তবে কিন্তু আমি সহজেই আতঙ্কিত হয়ে পড়ি, তবে আমি নিয়মিত জি হরর শো দেখতাম। ‘দি একসরসিজম অফ এমিলি রোজ’ এবং ‘দ্য রিং’ আমার খুব ভাল লেগেছে,” শ্রদ্ধা বলেন। রাজকুমার রাও এবং পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয়ও তিনি উপভোগ করেছেন। “তাদের সঙ্গে অভিনয় করতে পারা বড় সৌভাগ্যের। আমার ঘাবড়াবার কথা ছিল অথচ খুব উপভোগ করেছি। তাদের কাজ দেখেও অনেক শিখেছি। তাদের কাজ করার ধরন বিস্ময়কর,” শ্রদ্ধা বলেন। দিনেশ বিজন পরিচালিত হরর ফিল্ম ‘স্ত্রী’ গত শুক্রবার মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ