মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জানলা ভেঙে মোবাইল নিয়ে চম্পট দেয়ার আগে বালিশের পাশে দু’টি সিম খুলে রেখে দিয়ে গেল চোর! শুধু তাই নয়, কাঁচা হাতে ইংরেজি ও রোমান হরফে বাংলা মিশিয়ে মোবাইলের মালিকের উদ্দেশে চিঠিও রেখে গেছে ‘রসিক’ চোর। সেই লেখার মর্মার্থ দাঁড়ায়, ‘আমি একজন চোর। তোমার ফোন চুরি করেছি। কিন্তু টেনশন করো না। আমি তোমার ফোন আবার এক মাস পর ফিরিয়ে দেব।’ ঘুম ভেঙে বৃহস্পতিবার সকালে বালিশের পাশে চিঠি ও সিম দু’টি দেখে ভারতের কলপাড়ার যুবক সজন মিঞা ভেবেছিলেন, কেউ বুঝি তার সঙ্গে ‘ইয়ার্কি’ করেছে। এক সময় তার চোখে পড়ে, মাটির ঘরের ছোট জানলার পাল্লা ভাঙা। তা হলে কি সত্যিই চোর ঢুকেছিল? চায়ের কাপ রেখে পুরো ঘর তন্নতন্ন করে খুঁজতেই ওই যুবক বুঝতে পারলেন যে, তার স্মার্টফোনটি ছাড়া আর কিছুই খোয়া যায়নি। বিকালের দিকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন পেশায় লটারির টিকিট বিক্রেতা
সজন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।