Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের নাকের ডগায় ১৮ বছর!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

অস্ত্রসহ গ্রেফতারের পর জামিনে বেরিয়ে ২৮ বছর ধরে পলাতক ছিলেন তিনি। এরমধ্যে টানা ১৮ বছর পুলিশের নাকের ডগায় নগরীর আন্দরকিল্লায় ছাপাখানার ব্যবসা চালিয়েছেন নিরাপদে। অথচ পুলিশ কখনোই তাকে গ্রেফতার করেনি। কোতোয়ালী থানায় ঝুলছে ১০ বছরের সাজাপ্রাপ্ত এ আসামির সাজা পরোয়ানা। অবশেষে গতকাল (বুধবার) বিকেলে আন্দরকিল্লা থেকেই মোঃ শফি নামে ওই সাজাপ্রাপ্ত আসামিকে পাকড়াও করলো পুলিশ। মোঃ শফি নগরীর আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী সড়কের মো: ইসমাইল সওদাগরের ছেলে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ১৯৯১ সালের জুলাই মাসে শফিকে আন্দরকিল্লা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে পুলিশ। পরে শফি ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় ওই বছরই জামিনে বেরিয়ে শফি সউদী আরবে চলে যান। ২০০০ সালে দেশে ফিরে তিনি আন্দরকিল্লায় ছাপাখানার ব্যবসা শুরু করেন। আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এরমধ্যে মামলায় তার ১০ বছরের সাজা হয়ে যায়। ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারের পর শফি জানিয়েছেন, ৯১ সালে আটকের নয়দিন পর তিনি জামিন পান। পরে সউদি আরবে চলে যান। দেশে ফেরার পর আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ