বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম থেকে ঢাকামুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ সময় দু’জনকে গ্রেফতার করা হয়। বাসটিও জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যম রামপুরায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ব ১১-০৭৩৪) থামার সঙ্কেত দিলে চালক দ্রæত বাসটি চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা গাড়িটির পিছু নিয়ে আটক করে এবং বাসের যাত্রী ও গাড়ি তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে গাড়িতে থাকা সন্দেহজনক দুই যাত্রী মো. নুরুল ইসলাম (৪৬) ও বাবুল নাথ বাবুকে (৪০) আটক করা হয়।
তাদের দেখানো মতে, বাসটির ভিতরে ড্রাইভিং সিটের নিচে সুকৌশলে লুকানো ২৩ হাজার ইয়াবার চালান উদ্ধার এবং বাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য এক কোটি ১৫ লাখ টাকা এবং জব্দকৃত বাসের মূল্য ৮০ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।