বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত আমাদের দেশে নেই। তাই নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচন দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তাই তাদের পদত্যাগ দাবি করছি।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা শাখার ঈদ পূনর্মিলনী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। থানা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বাছির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহা. আজিজুল হক আজিজের পরিচালনায় অনুষ্ঠিত পূনর্মিলনী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নগর দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া। থানা নেতৃবৃন্দ সহযোগী সংসগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।