Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোগী বাড়লেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয়

সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বাড়লেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয় বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল সোমবার ইস্কাটন গার্ডেন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা, প্রজননস্থল শনাক্ত করা এবং তা ধ্বংসে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনের সময় মেয়র এ দাবি করেন।
সাঈদ খোকন বলেন, গত দুই-তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে পরিস্থিতি উদ্বেগজনক নয়। এমনকি আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতিও নয়। গত বছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ছিল, এবার নেই। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে রাজধানীবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, বাসা-বাড়ির পরিত্যক্ত টায়ার, ফুলের টব, এসির আউটারে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। কোথাও পাঁচদিনের বেশি পানি জমতে দেবেন না। পাঁচদিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার বংশ বিস্তারের সম্ভাবনা থাকে। তাই আপনার একটু সচেতনতা আপনার প্রিয়জনের জীবনকে রক্ষা করতে পারবে। মশার বংশবৃদ্ধি রোধে ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে একসঙ্গে ‘বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু হয়েছে বলে জানান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেন, ডিএসসিসির প্রতিনিধিরা প্রতিটি বাড়িতে গিয়ে কোথাও এডিস মশার লার্ভা পেলে তা ধ্বংস করে দিয়ে আসবে। পাশাপাশি নাগরিকদের সচেতন করবে। উত্তর সিটি কর্পোরেশনেও ডেঙ্গুবিরোধী অভিযান শুরু করার আহ্বান জানান দক্ষিণের মেয়র। কারণ মশার কোনো স্থান নেই। এক জায়গার মশা আরেক জায়গায় চলে যায়। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই একটি ডেঙ্গুমুক্ত শহর উপহার দেব। এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। পরে নির্মাণাধীন নৌবাহিনীর তথ্যকেন্দ্র ভবনে মশার ওষুধ ছিটানো হয়। শিক্ষার্থী ও দোকানীদের হাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিগরাও অংশ নেন।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ উদ্দিন, কাউন্সিলর কামরুজ্জামান কাজল, হাসিবুর রহমান মানিকসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি কর্পোরেশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ