রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে জাল চুক্তিনামা তৈরি করে স্থানীয় প্রভাবশালীদের দ্বারা একটি ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. নূরুল হক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি জানান, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে একটি দোকানঘর ভাড়া নিয়ে দীর্ঘ ছয় বছর ধরে মুদি ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। সম্প্রতি ভাড়া নেয়া দোকানকোঠার মালিকপক্ষ ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রির জাল দলিল তৈরি করে তাকে দোকান থেকে বের করে দেন। এ ব্যাপারে থানা পুলিশের কোনো সহযোগিতা পাননি তিনি। উল্টো প্রতিপক্ষের দেয়া মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে পুলিশ তাকে জেলহাজতে পাঠিয়েছে বলে অভিযোগ নূরুল হকের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।