গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের চালক, অপরজন রাইড সেবা গ্রাহক ছিলেন। নিহতরা হলেন- পাঠাও চালক রিপন সিকদার (৩১) ও আরোহী জানে আলম গাজী (৩০)।
রোববার রাত ১০টার দিকে মতিঝিল সড়ক ভবনের পূবপাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে দুই আরোহী যাচ্ছিলেন, সে সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে দ্রুতগতির একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে চলে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।