পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : হঠাৎ করেই হিজড়াদের অত্যাচারের মাত্রা বেড়ে গেছে মতিঝিল এলাকায়। এতদিন বিভিন্ন হিজড়ার দল মতিঝিলের বিভিন্ন বাজার এবং ফুটপাতের দোকানীদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলতো। কিন্তু এখন তারা বিভিন্ন বাসা-বাড়ীতে গিয়ে চাঁদাবাজি শুরু করেছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
গত কয়েক সপ্তাহে মতিঝিলের বিভিন্ন কলোনীর বাসায় হানা দেয় হিজড়ারা। এসময় তারা তাদের দাবীকৃত চাঁদা দিতে রাজী না হওয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং উলঙ্গ হয়ে যাবার ভয় দেখায়। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগীরা টাকা দিতে বাধ্য হয়েছেন। হিজড়ারা যেসব বাসার বারান্দায় কিংবা বাইরে শিশুদের পোশাক বা কাঁথা রোদে শুকাতে দেয়া হয়েছে দেখতে পায়। সেসব বাসাকেই তাদের লক্ষ্য বানায়। এরপর তারা কখনো একলা আবার কখনো দলবল নিয়ে উক্ত বাসায় হাজির হয়ে চাঁদা আদায় করছে। গতকাল সকালেও হিজড়া দল মতিঝিল টিএন্ডটি কলোনী এলাকার বিভিন্ন বাসায় হানা দিয়ে কয়েক হাজার টাকা চাঁদাবাজি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।