Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়ক দখলমুক্তের ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকঢোল পিটিয়ে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পরিদর্শন করতে গেলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফা। গিয়ে দেখেন সড়কের দুই দিকই ফাঁকা। নেই কোনো ট্রাক কিংবা কাভার্ড ভ্যান। অথচ গত শনিবার রাতেও সড়কের দুপাশে অসংখ্য ট্রাক দাঁড়িয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টি করতে দেখা গেছে। ডিএনসিসি’র মরহুম মেয়র আনিসুল হকের খালি করা রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডটি গত দুই-তিন মাস ধরে আবারও দখল হয়ে গেছে। গতকাল রোববার আগে থেকে ঘোষণা দিয়ে সেই সড়ক পরিদর্শন করতে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা। গতকাল সকালে মেয়র পৌঁছানোর আগে তেজগাঁও এলাকায় গিয়ে দেখা গেছে, মালিক-শ্রমিক ইউনিয়নের নেতা ও পুলিশ সদস্যরা সড়ক থেকে ট্রাক সরিয়ে দিচ্ছেন। বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পরিদর্শন শেষে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন কার্যালয়ে ট্রাক মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন প্যানেল মেয়র ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভাশেষে ডিএনসিসি’র প্যানেল মেয়র সাংবাদিকদের জানান, আজ সোমবার থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়ক দখলমুক্ত রাখা হবে। এ জন্য ট্রাকস্ট্যান্ড ইউনিয়নের মালিক -শ্রমিক প্রতিশ্রুতি দিয়েছে। সেইসঙ্গে শুধু এই এলাকা নয়, জনগণের দুর্ভোগ এড়াতে ঢাকার সব সড়ক দখলমুক্ত রাখবো। বৈঠকে ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া বলেন, গত শনিবার সন্ধ্যার পর আমি এ রাস্তা দিয়ে গিয়েছিলাম। যাওয়ার সময়  দু’পাশে ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেছি। সড়ক দখলমুক্ত করতে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আজ থেকে আমরা এই আনিসুল হক স্মরণী (প্রস্তাবিত) পরিষ্কার রাখবো।
সভায় জামাল মোস্তফা বলেন, ঢাকা শহরকে একটি আধুনিক নগরীতে রূপান্তরের জন্য আনিসুল হকের মতো একজন যোগ্য ব্যক্তিকে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দেয়া হয়। মেয়র নির্বাচিত হওয়ার পর জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আনিসুল হক এ সড়কটি ট্রাক-কাভার্ডভ্যান মুক্ত করেছিলেন। ভবিষতেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ সড়ক জনগণের চলাচলের জন্য দখলমুক্ত রাখবে। তিনি আরো বলেন আনিসুল হক যেসব উদ্যোগ নিয়েছিলেন সকল উদ্যোগ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি তালুকদার মোহাম্মদ মনির বলেন, পত্রপত্রিকায় যেভাবে দখলের কথা লেখে সেগুলো সঠিক না। আমরা কোনো অবস্থাতেই মরহুম মেয়র আনিসুল হকের স্বপ্নের এ সড়ক দখল হতে দেবো না। তবে ঈদসহ নানা আন্দোলন হরতালের সময় টার্মিনালে গাড়ি বেশি হয়ে যায়, তখন অনেক সময় সড়কে থাকে। সে সময় আমরা মাইকিং করে ট্রাক সরিয়ে দিতে বলি। এ ছাড়াও অনেক বাইরের ট্রাক কাওরান বাজারে মালামাল নিয়ে আসে, তারা না জেনেই সড়কে ট্রাক রাখে।
সভায় ট্রাক-কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি হাজী মকবুল আহমেদ বলেন, সড়কে ট্রাক রাখার জন্য যানজট সৃষ্টি হচ্ছে- এ কথাটি ঠিক নয়। স্ট্যান্ডের সামনে কাওরান বাজার রেলক্রসিং থাকায় ৫ মিনিট পর পর রেল আসে-যায়। রেলের কারণে জ্যাম সাতরাস্তা পর্যন্ত চলে যায়।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তালুকদার মোহাম্মদ মনির বলেন, আজ থেকে আমরা সড়কে কোনো ট্রাক দাঁড়াতে দেবো না। যদি কোনো ট্রাক সড়ক দখল করে তবে তার কাগজপত্র জব্দ কওে রেকারিং করানো হবে।
সভায় অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, শফিউল্লাহ, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের সভাপতি মকবুল আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মোতালেব উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ