মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বিষয়ক জাতিসংঘের এজেন্সি (ইউএনআরডব্লিউএ)’র প্রতি আর্থিক সাহায্য বন্ধ করে দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এক বিবৃতিতে এই অমানবিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইইউ ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন, লেবানন, জর্দান ও সিরিয়ায় যে সংস্থার তত্তাবধানে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য শত শত স্কুল পরিচালিত হয় তার প্রতি আর্থিক সাহায্য বন্ধ করার যুক্তরাষ্ট্রের উচিত হবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বিষয়ক জাতিসংঘের এজেন্সি- ইউএনআরডাবিøউএ’র প্রতি সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার কথা ঘোষণা করে। যুক্তরাষ্ট্র এর আগে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের জন্য ২০ কোটি ডলারের সাহায্য বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’ মেনে নিতে ফিলিস্তিনিদের বাধ্য করার জন্য এসব বৈরী সিদ্ধান্ত নিচ্ছেন বলে পর্যবেক্ষকদের ধারণা। ‘শতাব্দীর সেরা চুক্তি’ পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনিরা বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ছেড়ে দেবে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীরা তাদের দেশে ফিরতে পারবে না বরং গাজা উপত্যকা ও পশ্চিম তীরের যতটুকু অংশে বর্তমানে তারা অবরুদ্ধ হয়ে রয়েছে শুধুমাত্র সেটুকু ভূমি নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। পার্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।