বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভুয়া সিকিউরিটি সার্ভিসের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে একটি চক্র। গতকাল বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ওই চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো- সাজেদুর সাজ্জাদ (৪২), হাবিবুর শামীম (৪৫), ইউনুস মন্ডল (৫০), জেসমিন (৩২) ইমরান (৩০) ও সিফাত (১৮)।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, এসআইএসএস নামে ভুয়া সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের ব্যানারে দীর্ঘদিন ধরে মাদক পাচার হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার গোলাপবাগে পুলিশের ওয়ারী বিভাগের ডিসি কার্যালয়ের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবাসহ এসআইএসএস সিকিউরিটি সার্ভিসের ইউনিফর্ম, ক্যাপ, রিফ্লেক্টিং বেল্ট ও নেম ব্যাজ জব্দ করা হয়। তিনি আরও বলেন, মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করে প্রত্যেকের শরীরের অ্যাংলেটের ভেতরে ২ হাজার পিস করে ১২ হাজার পিস এবং মাইক্রোবাসের ভেতরে ডান পাশের কাভারে লুকিয়ে রাখা ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, কিছুদিন পরপর এই চক্রের সদস্যরা টেকনাফে যেত। ভুয়া সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের আড়ালে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আসার সময় ইয়াবার বড় বড় চালান নিয়ে আসতো। আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ইউনিট যাতে সন্দেহ করতে না পারে সেজন্য সিকিউরিটি সার্ভিসের সিলযুক্ত মাইক্রোবাসে করে প্রতিষ্ঠানের পোশাক পরে তারা ইয়াবা ট্যাবলেট আনতো। প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।