Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসকে কবর দেয়ার অঙ্গীকার করলেন আফগান প্রেসিডেন্ট গনি

কাবুল সরকারের সাথে শান্তিবৈঠকে বসার জন্য তালিবানের শর্তারোপ

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেট বা আইএসকে কবর দেয়ার অঙ্গীকার করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। বিসিসির সঙ্গে এক সাক্ষাৎকারে গনি তার এই অঙ্গীকারের কথা জানান। সেইসাথে পাকিস্তানকেও আইএসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের দাভোস সফরকালে তার এই সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকারে আশরাফ গনি বলেন, আইএস কোনো আফগান গোষ্ঠী নয়। তাছাড়া নিষ্ঠুরতার কারণে এটি সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্যতা পায়নি। আশরাফ গনি বলেন, এখন আফগানিস্তানের নাগরিকরা আইএসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আইএসবিরোধী জোরদার কর্মকা- চান আশরাফ গনি। আফগান প্রেসিডেন্ট বলেন, অস্বীকার করার উপায় নেই যে আমরা ভীষণ ঝুঁকি নিয়ে আইএসবিরোধী কাজ করতে যাচ্ছি। আমি কূটনৈতিকভাবে চেষ্টা করছি আঞ্চলিক ঐকমত্য সৃষ্টি করতে। আর আমার এমন একটি অঞ্চল যেখানে উত্তরাধিকার সূত্রে শত্রুতা ছিল। অতীতের সেই অদূরদর্শী আচরণ বদলের জন্য যথাযথ চেষ্টা ও লক্ষ্য প্রয়োজন।
সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সফরকালে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আফগান প্রেসিডেন্ট আরো বলেন, যদি আগামী এপ্রিল মাসের মধ্যে আফগান সরকারের সঙ্গে আইএস শান্তি আলোচনায় না বসে তাহলে আইএসের ওপর হামলা আরো তীব্র হবে। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে আলোচনায় না বসলে তাদেরকেও আইএসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানান আশরাফ গনি। ইউরোপে, শরণার্থী হিসেবে যেসব আফগান নাগরিক বিদেশে গেছে তাদের উদ্দেশে কিছু বলতে চান কি না জানতে চাইলে আশরাফ গনি বলেন, আমি বলতে চাই যে ইউরোপে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। ইউরোপ তার সীমান্ত বন্ধ করে দিচ্ছে। আফগানিস্তান তালিবান ও পাকিস্তান তালিবানের সদস্যরা মিলে গত বছরের জানুয়ারি মাসে এই অঞ্চলে আইএসের শাখা গঠন করে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আইএসকে আফগানিস্তানের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসকে কবর দেয়ার অঙ্গীকার করলেন আফগান প্রেসিডেন্ট গনি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ