রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জাতীয় শোক দিবস উপলক্ষে হিফজুল কুরআন জেলা প্রতিযোগিতায় হাফেজ মো. ইদ্রিসের ছাত্রদের জয়জয়কার।
গত ৩০ আগস্ট বরগুনা জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ২৫ হাফিজি মাদরাসা অংশগ্রহণ করে। ইফা’র উপ-পরিচালক মো. মতিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। প্রতিযোগিতায় ৯টি পুরস্কারের সব কয়টিই পুরস্কার লাভ করেন হাফেজ মো. ইদ্রিসের পরিচালনাধীন দুটি হাফেজি মাদরাসা-তালতলীর ছোটবগী বাজার হাফেজিয়া মাদরাসা ছয়টি পুরস্কার, আ. মমিন, ৩০ পারায় দ্বিতীয় স্থান, মো. আসাদুল্লাহ, ৩০ পারায় তৃতীয় স্থান, মো. মোহিব্বুল্লাহ, ২০ পারায় প্রথম স্থান, মো. জুবায়ের, ২০ পারায় তৃতীয় স্থান, মো. আব্বাস, ১০ পারায় দ্বিতীয় স্থান, মো. বায়জিদ, ১০ পারায় তৃতীয় স্থান এবং আমতলীর মোহাম্মাদীয়া দারুসসুন্নাহ মডেল হাফিজি মাদরাসা তিনটি পুরস্কার, মো. সিদ্দিক, ৩০ পারায় প্রথম স্থান, মো. মাহদি হাসান, ২০ পারায় দ্বিতীয় স্থান, মো. রহমাতুল্লাহ, ১০ পারায় প্রথম স্থান। হাফেজ মো. ইদ্রিস অক্লান্ত পরিশ্রম করে এতিম, অসহায় ও হতদরিদ্র নিয়ে এই মাদরাসা দুটি দাঁড় করিয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তালতলীর ছোটবগী বাজার হাফিজিয়া মাদরাসায় ২১০ জন এবং আমতলীর মোহাম্মাদীয়া দারুসসুন্নাহ মডেল হাফিজি ৪০ জন ছাত্র আছে। এদের পেছনে প্রতিদিন যে ব্যয় হয়, তার তুলনায় সরকারি অনুদান অপ্রতুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।