Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ভারত যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সেপ্টেম্বরে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য যৌথ সামরিক মহড়ায় চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়া অংশগ্রহণ করবে। শ্রীলংকার সেনাবাহিনী জানায় তারা এ নিয়ে টানা নবম বছরের মতো ‘করমোর‌্যান্ট স্ট্রাইক ৯-২০১৮’ শীর্ষক বড় ধরনের এই যৌথ ট্রাই-সার্ভিস ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স)-এর আয়োজন করছে। ৬ সেপ্টম্বর থেকে শুরু হওয়া এবারের মহড়ায় রেকর্ড সংখ্যক ১০০ জন বিদেশী সামরিক সদস্য ও পর্যবেক্ষক অংশ নেবে। এছাড়াও এতে ২৫০০ সেনা, ৪০০ নৌ ও ২০০ বিমান সেনা থাকবে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে এবং পূর্ব, মধ্য, পশ্চিম ও উত্তর-মধ্য প্রদেশগুলোতে মহড়ার বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হবে। স্পেশাল অপারেশন ফোর্সের সামর্থ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মহড়া। বিদেশী অংশগ্রহণকারী ও পর্যবেক্ষক দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রাজিল, চীন, ফ্রান্স, জাপান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, সুদান, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাম্বিয়া। দেশগুলো ইতোমধ্যে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ