পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আওয়ামী লীগ ৫ জানুয়ারির নির্বাচনে বিশ্বব্যাপী অপমান সইতে না পেরে ইভিএম’র উপর ক্ষোভ ঝাড়ছেন। ইভিএম পদ্ধতির মাধ্যমে কন্ট্রোল রুম থেকে ভোটের ফলাফল পরিবর্তন করা সম্ভব। সুতরাং ইভিএম মানেই নো ভোট, ইয়েস ইলেকশন। ইভিএম আমরা মানি না।
গতকাল সকালে রাজধানীর আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল ও সেনা মোতায়নের দাবি শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাসমিয়া প্রধান বলেন, ‘ভোট হবে ভাল কথা। ভুলে যাবেন না, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও ৯০ ভাগ ভোটের মালিকান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করার দুঃসাহস দেখাবেন না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায়, কখন চুড়ান্ত পতনের ডাক আসবে বলা যাবে না।’
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের শুরু থেকেই ৯৮ ভাগ রাজনৈতিক দল ইভিএম পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে। পাশাপাশি সেনা মোতায়নেরও দাবি তুলেছে। ইসি আশ্বস্ত করলেও সরকারের ইশারায় ইভিএম পদ্ধতি চালু ও আরপিও’র সংশোধনী আনছেন। দেশবাসী জানতে চায় ইসির সংলাপ কি বিচার মানি তালগাছ আমার? তিনি জাতীয় নির্বাচনে সেনা মোতায়নের দাবি জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের নির্ভয়ে ভোটদানের সুযোগদানের সেনা মোতায়েন করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সহ সভাপতি মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, বেলায়েত হোসেন মোড়ল প্রমুখ। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।