Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-গৌরীপুর-হোমনা সড়কে খানাখন্দ

দাউদকান্দি (কুমিল্লা) থেকে সেলিম আহম্মেদ | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর বাসষ্ট্রেশন থেকে গৌরীপুর বাজার পর্যন্ত ২ কি.মি. সড়কে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দ সড়কে কম গতিতে চলতে গিয়ে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকার লোকজন ও যাত্রীরা বলেছেন, বৃষ্টি হলে এ সব গর্ত জলাবদ্ধ হয়ে পড়ে। তখন এর মধ্যে চাকা আটকিয়ে যান বাহন উল্টে গিয়ে আহত হচ্ছে অনেকে। এ অবস্থায় সড়কটি দিয়ে চলাচলকারী ৬টি উপজেলার মানুষকে ভোগান্তীতে পড়তে হচ্ছে। কুমিল্লার দাউদকান্দি, তিতাস,মেঘনা, হোমনা, বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার মানুষের ভরসা এই সড়ক। ঢাকা-কুমিল্লায় যোগাযোগের জন্য প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী বাস ট্রাক কাভার্ড ভ্যান, রিকশা, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, সিএনজি চালতি অটোরিকসা ও মোটর সাইকেল চলাচল করে। চাকুরীজীবী ও শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে পৌছাতে হিমশিম খাচ্ছে। এই সড়কের পাশ্বে ৮টি সরকারি বেসরকারি হাসপাতাল সহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। এই পথ দিয়ে প্রতিদিন এই সব কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী হাসপাতালের চিকিৎসক ও রোগী চলাচল করে। কিন্তু গৌরীপুর বাজার ভূলিরপাড় ও গৌরীপুর বাসষ্ট্রেশন এলকায় পানি নিস্কাশনের ব্যবস্থা খুবই দূর্বল ফলে বৃষ্টি, সড়কের পার্শ্বে দোকান ও রেস্তোরার পানি এসে জমা হয় সড়কে। সড়কের কয়েকটি স্থানে ২ পাশ ভড়াট থাকায় এবং যথাযথ নালার ব্যবস্থা না থাকায় সেই পানির আর সড়তে পারে না। ফলে সড়কের পিচ উঠে সৃষ্টি হওয়া গর্ত গুলো দিন দিন বড় ও গভীর হচ্ছে। ঢাকা-হোমনা বাসের চালক গিয়াস উদ্দিন বলেন দাউদকান্দি গৌরীপুর থেকে হোমনা সদর পর্যন্ত ১৮ কি.মি সড়কের প্রথম ২ কি.মি অবস্থা খুবই খারাপ। সড়কের প্রায় মালবাহী ট্রাক আটকে যায়। আবার রিকসা, ভ্যান ও অটো রিকসা উল্টে যাত্রীদের হাত-পা ভাঙ্গছে। এবস্থায় দ্রুত পরিবর্তন প্রয়োজন। গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার জানান সড়কের গর্তে অজুহাতে সিএনজি চালতি অটো রিকশার চালকেরা যাত্রীদের ভিড় দেখলে ৫টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছে। গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী নোমান সরকার বলেন উপজেলা সমন্নয় কমিটির মাসিক সভায় বাজারে ২টি সড়ক সংস্কার ও সড়কের পার্শ্বের নালাগুলোর সংস্কার ও পরিস্কারের জন্য বরাদ্দ চাইব আশা করি ১ মাসের মধ্যে সমস্যার সমাধান হবে। সড়ক ও জনপথ কুমিল্লার উপ সহকারী ও প্রকৌশলী হুমায়ুন কবির বলেন ৪ মাস আগে এই সড়কের সংস্কার কাজ হয়েছে। সড়কের পানি আটকে থাকার কারনে সংস্কার কাজ স্থায়ী হচ্ছে না। আটকে থাকা পানির সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে পূনরায় সংস্কার কাজ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ